গোপনে দেশ ত্যাগে চেষ্টারত ক্যাসিনো ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৬২৯ বার পড়া হয়েছে
গোপনে দেশ ত্যাগে চেষ্টারত ক্যাসিনো ব্যবসায়ী গেণ্ডারিয়া আওয়ামী লীগ নেতা দুই ভাই এনাম-রুপনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ভোরে রাজধানীর কেরানীগঞ্জের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪০ লাখ টাকা ও ১২টি মোবাইল উদ্ধার করা হয়েছে। দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের উপ-মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদ।
দেশে ক্যাসিনো ব্যবসার অন্যতম হোতা আলোচিত দুই ভাই এনামুল হক ওরফে এনু ও রূপন ভূঁইয়া গেণ্ডারিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি। ক্যাসিনো বিরোধী অভিযানে এই দুই নেতার বাসায় অভিযান চালিয়ে ৫ কোটি ৫ লাখ টাকা উদ্ধার করে রেব। সেসময় তারা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও হাল ছাড়েনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।
দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় এই দুই ওয়ান্টেড। শেষ মেষ রাজধানীর কেরানীগঞ্জ থেকে বেনামি পাসপোর্টসহ সিআইডি সদস্যদের হাতে ধরা পড়ে তারা।
এই দুইজনের মোট ২২টি জমি ও বাড়ি রয়েছে যার অধিকাংশই পুরান ঢাকা কেন্দ্রিক। এছাড়াও সারাদেশে ব্যাংকের বিভিন্ন শাখায় তাদের ৯১টি অ্যাকাউন্টে ১৯ কোটি টাকা জমা রয়েছে এবং ব্যক্তিগত পাঁচটি বিলাসবহুল গাড়ি আছে দুই ভাই এনাম ও রুপনের।
এই দুইজনের মাধ্যমেই বাংলাদেশে ক্যাসিনো ব্যবসা শুরু হয় বলে জানান সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের ডিআইজি ইমতিয়াজ আহমেদ।