অর্থ পাচার মামলায় নাজমুল হুদার স্ত্রী, দুই মেয়েকে ৮ সপ্তাহের আগাম জামিন
- আপডেট সময় : ০৯:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৬২৭ বার পড়া হয়েছে
অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা, দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ৯ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ বাদী হয়ে দুটি মামলা করেন। ওই মামলায় নাজমুল হুদার স্ত্রী এবং দুই মেয়েকে আসামি করা হয়। এক মামলায় সিগমা হুদা ও অন্তরা সেলিমা হুদার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তিন লাখ ৮০ হাজার পাউন্ড স্টার্লিংয়ের সমপরিমাণ ৪ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচার করেন তারা। সেই অর্থ দিয়ে লন্ডনের ওয়াটার গার্ডেনসের বারউড প্যালেসে তারা ২০০৩ সালের ২৬ জুন একটি ফ্ল্যাট কিনেছেন। এদিকে আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।