সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার এবং গাইবান্ধায় ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার এবং গাইবান্ধায় ৩ জন নিহত হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিদুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের দুই নারী যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তিনজন। হতাহতদের বাড়ি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূইগাও গ্রামে।
এদিকে, গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, গেল রাতে ট্রাক্টর নিয়ে গাইবান্ধায় যাওয়ার পথে ঝিলবান্দা এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে চালক দুলাল আহত হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।