চকরিয়ায় কাভার্ডভ্যানের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যানের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে ছৈয়দ হোসেন নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন।
গেলো রাতে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।পুলিশ জানায়, কক্সবাজার অভিমুখী একটি কাভার্ডভ্যান খুটাখালীর নয়াপাড়া পূর্বগেইটে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। অপরদিকে কাভার্ড ভ্যানটির চাকা নষ্ট হয়ে মহাসড়ক কিনারায় অবস্থান করছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা টেকনাফগামী একটি প্রাইভেটকারের সঙ্গে কাভার্ড ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে যাত্রী ছৈয়দ হোসেন নিহত হয়।সে টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।