গোবিন্দগঞ্জে আলোচিত স্কুল ছাত্র আশিকুর রহমান সাম্য হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত স্কুল ছাত্র আশিকুর রহমান সাম্য হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ৮ জনকে ৫ বছর করে করাদণ্ড দিয়েছে আদালত।
সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের একমাত্র ছেলে সাম্যকে ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে অপহরণ করা হয়। এর পরদিন সকালে বর্ধণকুঠি কমিউনিটি সেন্টারের সেপটি ট্যাংক থেকে হা-পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ্য করে সাম্যর বাবা পৌর মেয়র হত্যা মামলা দায়ের করেন। এদিকে, এ মামলার রায়ে সন্তুষ্ট নয় বলে দাবি করেছেন পৌর মেয়র ও নিহত সাম্যর বাবা আতাউর রহমান। আসামীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আপিল করা হবে, জানিয়েছে রাষ্ট্র পক্ষের আইনজীবি।