ভৈরব নৌবন্দরসহ হাওরাঞ্চলে আতঙ্ক নিয়েই চলাচল করতে হচ্ছে যাত্রীদের

- আপডেট সময় : ১০:০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
অদক্ষ চালক, ধারণ ক্ষমতার বেশি মালামাল পরিবহণ ও ক্রুটিপূর্ণ নৌযান চলাচলের ফলে ভৈরব নৌবন্দরসহ হাওরাঞ্চলে আতঙ্ক নিয়েই চলাচল করতে হচ্ছে যাত্রীদের। বড় কোন দূর্ঘটনা না ঘটলেও, প্রতি দিনই ঘটছে ছোট ছোট দূর্ঘটনা। উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা ও দুর্ঘটনা এড়াতে নীতিমালা প্রণয়ন ও অবৈধ নৌযান নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভৈরব নৌবন্দরে হাজার হাজার ইঞ্জিনচালিত নৌকা অবৈধভাবে যাত্রী পরিবহন করে আসছে। বিশেষ ধরনের কাঠ ও স্টিলের কাঠামো তৈরি করে তাতে শ্যালো ইঞ্জিন বসিয়ে নদীতে নামানো এসব নৌযানে ঝুকি নিয়েই যাত্রীরা চলাচল করছে। আবার বড় ট্রলারগুলোকে লঞ্চ হিসেবে বিভিন্ন রুটে চালানো হচ্ছে। এসব নৌযানের যাত্রী পরিবহনের অনুমতি দূরের কথা, ফিটনেস সনদ, সার্ভে সনদ, রুট পারমিট, এমনকি নিবন্ধন পর্যন্ত নেই। সংকুচিত নৌ-পথ দিয়ে অদক্ষ চালকরা ধারণ ক্ষমতার বেশি বোঝাই করে ত্রুটিপূর্ণ নৌযান চালানোর ফলে প্রতিদিনই নৌ-দুর্ঘটনা ঘটছে।
সহজ একটি নীতিমালা প্রণয়ন করলে সকল নৌযান একটি নিয়মের মধ্য চলে আসবে বলে মনে করেন নৌযান মালিকরা। ভৈরবসহ হাওরাঞ্চলের নৌপথে শৃঙ্খলা আনতে নীতিমালা জরুরি বলে মনে করে বিআইডব্লিউটিএ। সরকার অবিলম্বে নীতিমালা প্রণয়ণের পাশাপাশি ছোট ও অবৈধ নৌযানগুলোসহ নৌখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে-এমনটাই আশা করেন ভৈরবসহ হাওরাঞ্চলের মানুষ।