জামালপুরে স্থাপন করা হচ্ছে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

- আপডেট সময় : ১০:৩৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আধুনিক স্বাস্থ্য সেবা প্রদানে জামালপুরে স্থাপন করা হচ্ছে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। তবে ভবন নির্মাণ কাজ শুরু না হওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে সংশয়। জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, দ্রুত সময়ের মধ্যে ৫শ’ শয্যার মূল হাসপাতাল ভবন নির্মাণ কাজ শুরু হবে।
জামালপুর-শেরপুর ছাড়াও টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার যমুনা ও ব্রহ্মপুত্র চরাঞ্চলের বিশাল জনগোষ্ঠীকে আধুনিক স্বাস্থ্য সেবা প্রদানে ৪শ’ ৫৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এরিমধ্যে একাডেমিক ভবন, ২টি ছাত্রাবাস, স্টাফ কোয়ার্টার, চিকিৎসকদের কোয়াটার ও নার্সিং ইন্সিটিটিউটসহ বিভিন্ন অবকাঠামোর প্রায় ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। তবে, দ্রুততম সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করার দাবী স্থানীয়দের।
মেডিক্যাল কলেজ হাসপাতালটির কাজ শেষ হলে ছাত্র-ছাত্রীরা ইন্টার্নি করার সুযোগ পাবে এবং সাধারণ রোগীরা আধুনিক চিকিৎসা সেবা পাবে।এদিকে, ৫শ’ শয্যার মূল হাসপাতাল ভবনের আন্তর্জাতিক দরপত্র মূল্যায়নের কাজ চলছে, জানালেন জামালপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। হাসপাতাল ভবনটি নির্মিত হলে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে, এমনটিই প্রত্যাশা সবার।