উদ্বোধনের অপেক্ষায় রয়েছে পার্বত্যাঞ্চলের সবচেয়ে দীর্ঘতম চেঙ্গি ব্রিজ

- আপডেট সময় : ০২:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
উদ্বোধনের অপেক্ষায় রয়েছে কাপ্তাই হ্রদের উপর নির্মিত পার্বত্যাঞ্চলের সবচেয়ে দীর্ঘতম চেঙ্গি ব্রিজ। এ ব্রীজ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় আড়াইশ কোটি টাকা। চেঙ্গি ব্রিজের মাধ্যমে রাঙামাটির তিন উপজেলার সড়ক যোগাযোগের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অর্থ-সামাজিক ও পর্যটন শিল্পের উন্নয়নের দ্বার উন্মোচিত হবে। ঘুরে দাঁড়াবে তিন উপজেলার দুই লক্ষাধিক মানুষের জীবনযাত্রার মান।
নানিয়ারচর উপজেলাকে দু’ভাগে বিভক্ত করেছে মিঠা পানির কাপ্তাই হ্রদ। একারণে উপজেলার সঙ্গে পার্শ্ববর্তি দুই উপজেলা লংগদু এবং বাঘাইছড়ির সড়ক যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। এতে পিছিয়ে যায় তিন উপজেলার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতের উন্নয়ন। তাই রাঙমাটির দূর্গম নানিয়ারচর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই চেঙ্গি ব্রিজ। এ ব্রিজ খুলে দেয়ার পর খুলে যাবে তিন উপজেলার উন্নয়নের দ্বার, এমনই মনে করছেন স্থানীয়রা।
ইতোমধ্যে ব্রিজটির ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। চলছে ব্রিজের দু’পাশের দুই কিলোমিটার সড়ক নির্মাণকাজ। এরপরই ব্রিজটি চলাচলের জন্য উম্মুক্ত করা হবে।
আগামী মার্চ মাসেই ব্রিজটি চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে। এরপর শুরু হবে দুই উপজেলা লংগদু ও বাঘাইছড়ির সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ কাজ।
পার্বত্য চট্টগ্রামে সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এনেছে বর্তমান সরকার। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে পাহাড়ে শান্তি স্থাপনের পথ সুগম হবে বলে মনে করছে পার্বত্যবাসী।