কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ

- আপডেট সময় : ১০:১৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তনের আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন। সমাবর্তনে বক্তব্য দেবেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এবং বিশ্ববিদ্যালয়েল মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ৫ হাজার ৬৪৮ জন স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মূল সনদ দেয়া হবে। একই অনুষ্ঠানে ১৪ জন কৃতি শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক দেয়া হবে। এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। এদিকে, কুমিল্লায় রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃংখলাবাহিনী।
২০০৬-০৭ শিক্ষাবর্ষে ৪টি অনুষদের ৭টি বিভাগ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৬টি অনুষদে ১৯টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান আছে।