অবিলম্বে কারা চিকিৎসকের ১১৭টি শূন্য পদে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট
- আপডেট সময় : ০৯:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
অবিলম্বে কারা চিকিৎসকের ১১৭টি শূন্য পদে নিয়োগ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই প্রেষণে চিকিৎসকদের নিয়োগ দেয়ায় বিষয়ে কর্তৃপক্ষের উদাসীনতার বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও হুঁশিয়ারি দেয় উচ্চ আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের নেতৃত্বাধীন দুই বিচারপতি হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী এক মাসের মধ্যে আদেশের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেয় উচ্চ আদালত।
বর্তমানে কারাগারগুলোতে প্রকট আকার ধারণ করেছে চিকিৎসক সংকট। দেশের ১৩টি কেন্দ্রীয় কারাগার এবং ৫৫টি জেলা কারাগার রয়েছে। এসব কারাগারে মোট ধারণক্ষমতা ৩৬ হাজার ৭১৪। অথচ বন্দী রয়েছে ৯৬ হাজার ২৮৩ জন। আর ১৪১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র ৯ জন। তবে নিয়োগ দেয়া হলেও, বাড়তি আয়ের সুযোগ না থাকায় যোগ দেন না অনেক চিকিৎসক। এমন পরিস্থিতিতে বিষয়টি তুলে ধরে হাইকোর্টে রিট করা হলে রুল জারি করে আদালত।
বুধবার রুল শুনানি শেষে অবিলম্বে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতার বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও হুঁশিয়ারি দেয় উচ্চ আদালত। শূন্য পদে নিয়োগের আগ পর্যন্ত হাজতিদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কর্তৃপক্ষকে নির্দেশও দেয় আদালত। নিয়োগ পাওয়ার পরও কাজে যোগদান না করায় ১১ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও আদালতকে জানায় কারা কর্তৃপক্ষ।