কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে “মোনাভী অল বাংলাদেশ”
- আপডেট সময় : ১০:২২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বরগুনায় মিথ্যা প্রলোভনে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে “মোনাভী অল বাংলাদেশ” নামের একটি ইলেকট্রনিক্স কোম্পানি। এদিকে, হঠাৎ করে উধাও হওয়ায় কোম্পানিটির তিন শতাধিক কর্মচারি পড়েছে বিপাকে।
গত ৭ মাস আগে বরগুনা পৌর শহরের সদর রোড এলাকায় সুমাইয়া ম্যানসনের দ্বিতীয় তলায় অফিস ভাড়া নেয় মোনাভী অল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের একটি ইলেকট্রনিক্স কোম্পানি। যেখানে ১০-১২ হাজার টাকায় লোক নিয়োগের প্রলোভনের পাশাপাশি বলা হয় পণ্য বিক্রি করলেই দেয়া হবে বাড়তি কমিশন। এছাড়া চাকরি প্রার্থীদের থেকে বিভিন্ন গ্রেড দেখিয়ে ৬০ হাজার থেকে ১ লাখ টাকা করে নেয়া হয় জামানত।
এছাড়া পণ্যের উপর বিনিয়োগ করলে দ্বিগুণ মুনাফা দেয়ার কথা বলেও ১ থেকে ১০ লাখ টাকা করে নিয়ে লাপাত্তা হয়েছে কোম্পানি সংশ্লিষ্টরা।এতে বিপাকে পড়েছে কর্মচারি ও বিনিয়োগকারীরা। অসহায়, বেকার ও অস্বচ্ছল মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। তবে পুলিশ বলছে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।