সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশীকে এখনো ফেরত দেয়নি বিএসএফ
- আপডেট সময় : ০৬:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাজশাহীর খরচাকা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশীকে এখনো ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠকের সময় ঠিক করেও হাজির হয়নি তারা। ফলে শূন্য হাতেই ফিরতে হয়েছে বিজিবিকে। বিজিবি-একের ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, ধরে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশীকে ফেরত আনতে বিজিবি’র পক্ষ থেকে আহ্বান জানানো হলে সকাল সাড়ে ১০টায় সীমান্ত পিলার ৫৩-এর ২-এস এলাকায় পতাকা বৈঠকে রাজি হয় বিএসএফ। কিন্তু সময়মতো সেখানে বিজিবি’র প্রতিনিধি দল গেলেও বৈঠকে হাজির হয়নি বিএসএফ। তবে বিকেল ৫টার দিকে বিএসএফ আবারো বৈঠকের সময় দেয়। এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহীর গহমাবোনা এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় পাঁচজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরা হলেন- রাজন হোসেন, সোহেল রানা, কাবিল হোসেন, শাহীন আলী ও শফিকুল ইসলাম। তাদের বাড়ি পবা উপজেলার গহমাবোনা গ্রামে। স্থানীয়রা জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফের ৩৫ ব্যাটেলিয়নের সদস্যরা তাদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে।