ফৌজদারহাট বায়েজিদ বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়নে পাহাড় কাটার মহোৎসব চালিয়েছে সিডিএ

- আপডেট সময় : ১০:৪৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফৌজদারহাট বায়েজিদ বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়নে পাহাড় কাটার মহোৎসব চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ। কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্বিচারে ১৮টি পাহাড় ধ্বংস করায়, প্রতিষ্ঠানটিকে ১০ কোটি টাকারও বেশী জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। তবে পরিবেশ কর্মীদের অভিযোগ, সংশ্লিষ্টদের নিলিপ্ততার কারণেই দুই যুগ ধরে প্রকল্প বাস্তবায়নের নামে পরিবেশ ধ্বংস করছে সিডিএ। আর সিডিএ বলছে, পরিবেশ অধিদফতরের নির্দেশনা মানতে গেলে, আবারো কাটতে হবে পাহাড়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের সংযোগ দিতেই ফৌজদারহাট-বায়েজিদ বাইপাস সড়ক তৈরির কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। আলোচিত এই প্রকল্পটি ১৯৯৫ সালে নেয়া হলেও, তা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায় ১৮টি সবুজ পাহাড়। অবশেষে নানা ছল চাতুরির আশ্রয় নিয়ে, আড়াই লাখ ঘনফুট মাটি কাটার কথিত অনুমোদন নিয়ে, পুরোদমে কাজ শুরু করে তিন বছর আগে। প্রকল্পটি এখন শেষের দিকে। কিন্তু এরইমধ্যে কাটা হয়েছে ১০ লাখ ঘনফুটেরও বেশী মাটি। এমন অভিযোগের প্রমান পাওয়ায়, সিডিএকে ১০ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। কিন্তু তাতেও সন্তুষ্টু নন পরিবেশ কর্মিরা।
পরিবেশ অধিদফতরের নির্দেশনাকে একতরফা উল্লেখ করে, আপিল করার কথা জানিয়েছে সিডিএ। নগররিদরা বলছেন, পাহাড়গুলোকে পুরোপুরি ধ্বংসের মাধ্যমে সমতল করে এই সড়ক বানানো হয়েছে। কিন্তু পাহাড়কে ক্ষতিগ্রস্ত না করেও এমন প্রকল্প বাস্তবায়নের নজির আছে বাংলাদেশে। নতুন এই সড়কের দুই পাশের পাহাড়ে এখন অসংখ্য কোম্পানীর সাইনবোর্ড চোখে পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে সড়কটি পুরোপুরি চালু হলে পুরো পাহাড়ি এলাকা ধ্বংস হয়ে যাবে।