ভাটিয়াপাড়া কালনা সড়কের প্রায় আধা কিলোমিটার রাস্তা ভেঙে গেছে

- আপডেট সময় : ১০:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু বোঝাই ট্রাক চলাচলের কারণে ভাটিয়াপাড়া কালনা সড়কের প্রায় আধা কিলোমিটার রাস্তা ভেঙে গেছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। এসব বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় বারবার পদক্ষেপ নিয়েও ব্যর্থ হচ্ছে সড়ক বিভাগ।
কাশিয়ানী উপজেলার কালনা ফেরীঘাট থেকে ভাটিয়াপাড়া মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কে অন্তত ৩৫টি বালুর চাতাল রয়েছে। এসব ব্যবসায়ীরা সড়কের পাশে বালু রেখে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকের কাছে বিক্রি করে আসছে। ১০ চাকার লড়িসহ ট্রাকগুলোতে বালু আনা নেয়ার কারণে সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সড়ক বিভাগ ও উপজেলা প্রশাসন কয়েকবার এই সড়ক সংস্কার করলেও সম্প্রতি প্রবল বৃষ্টিতে আবারও ভেঙে দেবে গেছে।
বালু ব্যবসায়ীদের দাবি, ট্রাকে বালু লোড-আনলোডের কারণে নয়, ১০ চাকার লড়ি চলার কারণেই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পদক্ষেপ গ্রহণ করেও ব্যর্থ হওয়ার কথা স্বীকার করে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আবারও আইনি পদক্ষেপ নেয়ার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। কালনা-ভাটিয়াপাড়া সড়ক থেকে বালুর চাতাল সরিয়ে নেয়াসহ সড়কটি দ্রুত মেরামতে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমনই প্রত্যাশা স্থানীয়দের।