ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরও দুইদিন বাড়ানো হয়েছে
- আপডেট সময় : ১০:১৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরও দুইদিন বাড়ানো হয়েছে। দ্বিতীয়বার মেয়াদ বাড়ায় মেলা চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সার্বিক বিবেচনায় এই সময় বাড়ানো হয়েছে বলে জানান আয়োজক কমিটির সদস্য সচিব ইপিবি কর্মকর্তা আব্দুর রউফ। এদিকে, মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আগামী বছর থেকে এই মেলা পূর্বাচলে আয়োজনের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর পর প্রথম শুক্রবার বৃষ্টির কারণে বেচাকেনা জমেনি। ১০ জানুয়ারি শুক্রবার মেলাপ্রাঙ্গণের পাশে পুরাতন তেজগাঁও বিমানবন্দরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরুর অনুষ্ঠান থাকায় নিরাপত্তার কারণে সেদিন পূর্ণদিবস মেলা বন্ধ থাকে।
এরপর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ৩১ জানুয়ারি শুক্রবার এবং ১ ফেব্রুয়ারি শনিবারও মেলা বন্ধ রাখা হয়। এছাড়া ৮, ৯ ও ২২ জানুয়ারি অধাবেলা করে মেলা বন্ধ থাকে। এ কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেন। পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে বৈঠকে দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে আগামী ৬ ফেব্রুয়ারি করা হয়। এদিকে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সরকারি সফরে দেশের বাইরে যাবার সিডিউল থাকায় মেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান এগিয়ে আনা হয়। অনুষ্ঠানে মেলা নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে আগামী বছর থেকে মেলা পূর্বাচলে আয়োজনের কথা জানান তিনি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাধ্যমে দেশের ব্যবসায়ীরা বিদেশে পণ্য রপ্তানীতে বাড়তি সুবিধা পাচ্ছেন বলে জানান বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।