ওমানে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের তিনজনসহ পাঁচ বাংলাদেশি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ওমানে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের তিনজনসহ পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি ওমানের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ওমানের আদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে তিনজনের বাড়ি মৌলভীবাজারে। এরমধ্যে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের লিয়াকত আলী, শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের সবুর আলী ও কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের টিলালাইন এলাকার আলম আহমেদ। বাকী দুজনের পরিচয় পাওয়া যায়নি। গ্রামের বাড়িতে মরদেহ পৌছানোর পর থেকে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।