সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় এক কলেজছাত্র নিহত

- আপডেট সময় : ০৩:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় এক কলেজছাত্র নিহত হয়েছে। এছাড়া ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস সড়কের পাশে খাদে পড়ে গিয়ে শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
সাতক্ষীরায় পাটকেলঘাটায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র দ্বীপজয় সাধু ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরেকজন। সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটার শাকদাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দ্বীপজয় সাধু তালা উপজেলার তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর ছেলে ও পাটকেলঘাটা হারুন-অর রশিদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস সড়কের পাশে খাদে পড়ে গিয়ে শিক্ষার্থীসহ অন্তত ১০জন আহত হয়েছে।সকালে আশুলিয়ার ইউনিক ও বাইপাইল এলাকার ৩টি স্কুল থেকে ৩৩ জন এসএসসি পরীক্ষার্থীসহ কয়েকজন শিক্ষক ও অভিভাবক নিয়ে ধামরাইয়ের কুশুরিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে ধামরাই-বালিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়ায় এ দূর্ঘটনা ঘটে।