বিপাকে দিনাজপুর জেলার বোরো চাষীরা

- আপডেট সময় : ০৩:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
শৈত্যপ্রবাহে বীজতলা নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বোরো চাষীরা । আর ব্যাপকহারে ভাইরাস আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ের শিমক্ষেত নস্ট হয়ে লোকসানের মুখে পড়েছে কৃষক। । সাধারনত মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহেই জেলার ৩০ থেকে ৪০ শতাংশ বোরো রোপন শেষ হলেও এবার লক্ষ্যমাত্রার ১০ শতাংশও অর্জিত হয়নি।বীজ সংকটে এখনও অনাবাদি দিগন্ত জোড়া কৃষকের ফসলী মাঠ ।জমিতে সার পানি দিয়ে রোপনের জন্য প্রস্তুত করা হলেও চারা সংকট ভাবিয়ে তুলেছে জেলার ১৩ উপজেলার কৃষককে।
পর পর দুটি শৈত্য প্রবাহে ক্ষতিগ্রস্ত হয়েছে বীজতলা। তাই উৎপাদন ঠিক রাখতে সারিবদ্ধভাবে চারা রোপনের পরামর্শ দেওয়াসহ কাজ করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।এদিকে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর, নারগুন, গড়েয়া, সালন্দর ও পীরগঞ্জ উপজেলার খনগাঁও, ভোমড়াদহ, জাবর হাট ও বৈরচুনা এবং রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলার শিমক্ষেতে দেখা দিয়েছে মোজাইক ভাইরাস আক্রমণ। কীটনাশক ছিটিয়েও ঘাতকরোগ নিরাময়ে ব্যর্থ হচ্ছেন চাষীরা । গাছ হলেও ফুল-ফল ঝরে পড়ায় কাংখিত ফলন পাচ্ছেন না তারা। ভাইরাস রোগ নির্মুল করার সক্ষমতা নেই জানিয়ে একই জমিতে পরপর শিম আবাদ না করার পরামর্শ এই কৃষি কর্মকর্তার।