বন্ধ হয়ে গেছে চীনে সাতক্ষীরার কুঁচে ও কাঁকড়া রপ্তানি
- আপডেট সময় : ০৩:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে চীনে সাতক্ষীরার কুঁচে ও কাঁকড়া রপ্তানি। ফলে বিপাকে পড়েছেন এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত কয়েক হাজার মানুষ। জেলার কুঁচে ও কাঁকড়া ব্যবসায়িরা ঢাকার আমদানিকারকদের কাছে আটকে গেছে ১০ কোটি টাকা উপর। একদিকে ব্যবসা বন্ধ, অপরদিকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাওনা টাকা দিতে না পেরে বিপাকে পড়েছেন আড়ৎদাররাও। অন্যদিকে, রাজস্ব হারাচ্ছে দেশ।
দেশের কুঁচে ও কাঁকড়া রপ্তানি হয় চীন, ভিয়েতনাম, ফিলিপাইন ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে। এরমধ্যে ৯০ শতাংশ কুঁচে ও কাঁকড়া রপ্তানি হয় চীনে। যার সিংহভাগ উৎপাদন হয় সাতক্ষীরা জেলায়। সম্প্রতি চীনে করোনাভাইরাস সংক্রমনের কারণে বাংলাদেশ থেকে কুঁচে ও কাঁকড়া রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাতক্ষীরার কয়েক হাজার মানুষ। গত ২৫ জানুয়ারি থেকে রপ্তানি বন্ধ থাকায় সংগ্রহ করা কুঁচে ও কাঁকড়া মরে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। এদিকে, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাওনা দিতে না পারছে না আড়ৎদাররা।