জামালপুর থেকে তারাকান্দি পর্যন্ত ঝুঁকিপূর্ণ রেল চলাচল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
জামালপুর জংশন থেকে টাঙ্গাইলের যমুনাসেতু পূর্ব স্টেশন হয়ে ঢাকা পর্যন্ত এক্সপ্রেসসহ মেইল ও লোকাল ট্রেন মিলে ১০টি ট্রেন যাতায়াত করে। তবে জামালপুর থেকে তারাকান্দি পর্যন্ত রেল লাইনে পাথর না থাকাসহ ব্রিজগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনার আশংকা নিয়েই চলাচল করছে যাত্রীরা।
জামালপুর থেকে সরিষাবাড়ি হয়ে টাঙ্গাইল জেলার যমুনাসেতু পূর্ব স্টেশন থেকে ঢাকার দুরত্ব ১৮৮ কিলোমিটার। এই লাইনে দুটি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন মিলে ১০টি ট্রেন যাতায়াত করে। তবে জামালপুর থেকে তারাকান্দি স্টেশন পর্যন্ত ৩২ কিলোমিটার রেল লাইনে পাথর না থাকায় ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরনের দূর্ঘটনার আশংকা বেড়েছে।