অমর একুশে গ্রন্থমেলার শিশু প্রহরে খুদে পাঠকদের ঢল
- আপডেট সময় : ০৮:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
অমর একুশে গ্রন্থমেলার শিশু প্রহরের ঢল নামে খুদে পাঠকদের। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক শিশুকে দেখা গেছে শিশু প্রহরে। বাবা-মায়ের সঙ্গে গ্রন্থমেলায় বই কিনতে দেখা যায় শিশুদের। সিসিমপুর মঞ্চে উচ্ছ্বাস-উন্মাদনাও দেখা গেছে তাদের।
স্বর্গের সিঁড়ি বেয়ে নেমে আসা ছোট ছোট শিশুদের হাসি, উল্লাস, দৌড়াদৌড়ি এবং খুনসুটিতেই যেন আনন্দ। তাই অমর একুশে গ্রন্থমেলায় শুক্র ও শনিবার দিনের প্রথমভাগে রাখা হয়েছে শিশু প্রহর। আর এই সুযোগ পুরোপুরি কাজে লাগাচ্ছেন অভিভাবকরা। শিশু প্রহরে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত কয়েক বছর ধরে বই কেনার আনন্দের সঙ্গে শিশুদের জন্য যোগ হয়েছে সিসিমপুর। শিশু প্রহরে মেলায় আসা কোমলমতিরা সিসিমপুর মঞ্চে মেতে ওঠে উল্লাসে। পছন্দের বইটি খুঁজে নিতেও ভুল করেনি তারা।
অভিভাবকরা বলছেন, মেলা শুধু বই কেনার জন্য নয়, ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি এবং শিল্প, সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়াও লক্ষ্য।
শিশুদের এমন পদচারণায় সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা। তারা জানান, এবার মেলার শুরু থেকে বিক্রিও আশানুরূপ। আগামী সপ্তা থেকে বই মেলা জমে উঠবে বলে আসা মেলা কর্তৃপক্ষের।