সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের চকরিয়া ও গাইবান্ধার পলাশবাড়ীতে ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের চকরিয়া ও গাইবান্ধার পলাশবাড়ীতে ৬ জন নিহত হয়েছে।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ যাত্রী নিহত হয় ও আহত হয় অন্তত ২৫ যাত্রী । গেলো রাত সাড়ে ১১টার দিকে বানিয়ারছড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, ফেনী থেকে কক্সবাজারমুখি স্টার লাইন পরিবহনের গাড়িটি একইমুখি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। পরে সেখান থেকে চার যাত্রীর মরদেহ উদ্ধার হয়। আহত হয় অন্তত ২৫ জন।
গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে। গেল রাতে, পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।