করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৯১০ জন, আক্রান্ত ৪০ হাজার
- আপডেট সময় : ০২:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১০ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, রোববার একদিনেই এ ভাইরাসে মারা গেছেন ৯৭ জন। নতুন ৩ হাজার ৬২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১৭১ জনে। এদিকে, গেলো বছরের শেষদিন চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এ ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ার পর থেকে একদিনে এতো বেশি মৃত্যুর খবর আর আসেনি। চীনের মূল ভূখণ্ডে এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন জাপানি ও একজন মার্কিন নাগরিকও রয়েছেন। বাকিরা চীনা নাগরিক। মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত ফিলিপিন্স ও হংকংয়ে দুই চীনা নাগরিকের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে। চীনের বাইরে অন্তত ২৭টি দেশে আড়াইশোর বেশি মানুষের দেহে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুর প্রবাসী এক বাংলাদেশীর শরীরে সংক্রমণ ধরা পড়ায় তাকে নেয়া হয়েছে আইসোলেশন ইউনিটে। এদিকে, প্রাণঘাতী করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার কারণ তদন্তে চীনকে সহায়তা করতে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাডহানম গেব্রিয়াসাস।