চীন ফেরত শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হচ্ছে

- আপডেট সময় : ০২:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চীন ফেরত শিক্ষার্থী আল আমিনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
অপর শিক্ষার্থী তাশদীদ হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আরও একদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিছুক্ষণের মধ্যেই আল আমিনকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হবে। দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নারায়ন চন্দ্র। চিকিৎসকরা জানান, চীনের হু ইয়াং বিশ্ববিদ্যালয়ে ওই শিক্ষার্থী রোববার সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে পৌঁছান। বাড়িতে যাওয়ার পর বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করা হয়।