নেত্রকোনায় লোড শেডিংয়ে ব্যাহত ইরি-বোরো আবাদ

- আপডেট সময় : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিদ্যুতের ঘন ঘন লোড শেডিংয়ের ফলে নেত্রকোনায় ইরি-বোরো আবাদ ব্যাহত হচ্ছে। সঠিক সময়ে জমি আবাদ করতে না পেরে বিপাকে পড়েছে কৃষকরা। পানির অভাবে অনেক জমি অনাবাদি রয়েছে। ফসল রক্ষায় অনেকেই স্যালো মেশিন ব্যবহার করছে। বিকল্প উপায়ে হলেও বিদ্যুৎ চালু রাখার কথা জানিয়েছে পল্লী বিদ্যুত।
শস্য ভান্ডার হিসেবে পরিচিত নেত্রকোনা জেলা। বিশেষ করে ইরি-বোরো উৎপাদন হয় সবচেয়ে বেশি। জেলার দশ উপজেলাসহ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দশ হাজার সেচ সংযোগ রয়েছে। ইরি-বোরো আবাদের সময় দেখা দিয়েছে বিদ্যুতের ঘন ঘন লোড শেডিং। দুই থেকে তিনদিন পর্যন্ত বিদ্যুৎ থাকেনা। জমিতে পানি দিতে পারছে না কৃষক। এতে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। অনেকেই বিকল্প হিসেবে স্যালো মেশিন ব্যবহার করছে। এতে গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা। কৃষি বিভাগ জানায়, বিদ্যুৎ সংকট, বৈরি আবহাওয়াসহ বিভিন্ন কারণে এ বছর আবাদ কমেছে।
সঠিক সময়ে জমি আবাদের জন্য বিকল্প উপায়ে বিদ্যুৎ চালু রাখা হবে বলে জানান, পল্লী বিদ্যুতের এ কর্মকর্তা।শিগগিরই বিদ্যুৎ সংকট মিটিয়ে সঠিক সময়ে ইরি-বোরো আবাদে প্রয়োজনীয় উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটিই প্রত্যাশা নেত্রকোনাবাসীর।