৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত অস্ট্রেলিয়ার সিডনি শহরে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
গেলো ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহরে। গেলো কয়েক মাস ধরে তীব্র দাবানলে পুড়ছিল অস্ট্রেলিয়া। তবে এবার ঠিক বিপরীত চিত্র ধারণ করেছে দেশটিতে।
বৃষ্টি ফলে সৃষ্ট বন্যায় বন্ধ হয়ে গেছে বহু সড়ক। বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ। প্রাদেশিক আবহাওয়া সংস্থা জানিয়েছে, গেলো চারদিনে সেখানে ৩৯১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আকস্মিক বন্যায় প্রাণহানির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। বৃষ্টিপাত ও বন্যার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় এক লাখ বাড়ি। এদিকে, বৃষ্টিপাতের কারণে নিভে গেছে নিউ সাউথ ওয়েলস প্রদেশের দুটি বড় দাবানল। এতে পুড়েছিল পাঁচ লাখ হেক্টর এলাকার বনভূমি ও ৩১২টি বাড়ি। দুটি দাবানল নিভে গেলেও নিউ সাউথ ওয়েলস রাজ্যে এখনও জ্বলছে ৩১টি দাবানল। তবে এখন এর কোনটিই বিপজ্জনক নয়।