ঘোষণা করা হয়েছে চলতি বছরের অস্কার অ্যাওয়ার্ড
- আপডেট সময় : ০৩:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ঘোষণা করা হয়েছে চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এ পুরস্কারটি অস্কার পুরস্কার হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় ৯ ফেব্রুয়ারি রাত আটটায় শুরু হয় অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার করেছে বিশ্বের ১২৫টিরও বেশি দেশে। এবার সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক চারটি বিভাগে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়ান ভাষায় নির্মিত‘প্যারাসাইট’। একইসাথে সেরা চলচ্চিত্র বিভাগে অস্কারের ৯২ বছরের ইতিহাসে ইংরেজি ব্যতিত অন্যভাষার ছবির জয়ের ঘটনা এটাই প্রথম। এবার সেরা সহ-অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন ব্র্যাড পিট। অপরদিকে, সহ-অভিনেত্রী হলেন লরা ডার্ন। আর অ্যানিমেটেড ছবি বিভাগে পুরস্কার পেয়েছে ‘টয় স্টোরি ফোর’। স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড ছবির পুরস্কার পেয়েছে ‘হেয়ার লাভ’। সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে ‘জোজো র্যা বিট’। লাইভ অ্যাকশন শর্ট বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য নেবার্স উইন্ডো। সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে ‘আমেরিকান ফ্যাক্টরি’।