পশ্চিমে বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় ১৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় ১৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৬৫ জনকে।
সকাল ৭টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলায় সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে- বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই কোস্টগার্ডের তিনটি দল, সেন্টমার্টিন বোট মালিক সমিতি, বর্ডার গার্ড বাংলাদেশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানে নামে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, সোমবার রাতে দালালদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে টেকনাফ উপকূল দিয়ে দুটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। সকাল ৭টার দিকে সাগরের নীচে প্রবাল পাথরের সাথে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে ৭০ জন রোহিঙ্গা ও ১০ বাংলাদেশী ছিল। এদিকে, ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৪ রোহিঙ্গার মরদেহসহ ৬৫ জনকে জীবিত জীবিত উদ্ধার করা হলেও বেশ কয়েক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।