সেন্টমার্টিন দ্বীপে কাছে ট্রলার ডুবিতে নিহত ১৫ রোহিঙ্গার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে কাছে ট্রলার ডুবিতে নিহত ১৫ রোহিঙ্গার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনী প্রক্রিয়ার মাধ্যমে মৃতদেহগুলো স্বজনদের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছে টেকনাফ থানা পুলিশ। অন্যদিকে নিখোঁজদের উদ্ধারেও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জীবিত উদ্ধার ৭২ জনের মধ্যে ৪ দালাল ছাড়া বাকিদের যাচাই-বাছাই শেষে উখিয়া ও টেকনাফ ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে। এদের মধ্যে দালাল হিসেবে আটক টেকনাফের নোয়াখালী পাড়ার ফয়েজ আহম্মদ, সৈয়দ আলম, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ওসমান ও আজিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে সেন্টমার্টিনের অদূরে মালয়েশিয়াগামী ট্রলারটি পাথরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।