গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে মা ও মেয়ে নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ যাত্রী ।
গেলো রাত সাড়ে ১০ টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ সীমান্ত অভিরামপুরে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মেয়ে শেফালী বেগম নিহত হয় । মা রাহেলা বেওয়া রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা পলাশবাড়ী উপজেলার রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী ও মেয়ে । প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় হতে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাসের সাথে বিপরীত দিক হতে আসা বাঁশ বোঝাই ট্রাকের সংর্ঘষে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে । এরমধ্যে ৪ জনের অবস্থা আশংঙ্কাজনক ।