করোনা ভাইরাস মোকাবিলায় আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হচ্ছে

- আপডেট সময় : ০৯:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
এদিকে, করোনাভাইরাস মোকাবিলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দুপুরে ইনস্টিটিউট মিলনায়তনে, সংবাদ সম্মেলনে তিনি একথা জানান তিনি। এখন পর্যন্ত ৫৯ জনের নমুনা পরীক্ষায় সংক্রমন ধরা পড়েনি বলেও জানান সেব্রিনা ফ্লোরা।
দেশে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে মহাখালীর রোগতত্ত্ব ইনস্টিটিউট- আইইডিসিআর’র কার্যালয়ে এই সংবাদ সম্মেলন।
পরিচালক জানান, করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশের আতঙ্কের কিছু নেই। এখন পর্যন্ত সন্দেহজনক ৫৯ জনের নমুনা পরীক্ষায় কারো শরীরে সংক্রমন ধরা পড়েনি। সিঙ্গাপুরে বাংলাদেশী দুই নাগরিক করোনা আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, চীনের পর সিংগাপুর থেকে আসা যাত্রীদেরও অতিরিক্ত নজরদারি করা হচ্ছে ।
করোনা ভাইরাসের সংক্রমন মোকাবিলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও প্রস্তুত করা হচ্ছে বলেও জানান আইইডিসিআর পরিচালক।সট: মীরজাদী সেব্রিনা ফ্লোরা,পরিচালক, আইইডিসিআর। এই মুহুর্তে করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিস্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে ভ্যাকসিন আসতে ১৮ মাস সময় লাগবে বলে জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।