বেনাপোল স্থলবন্দরে ট্রেনের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
এদিকে করোনা ভাইরাস মোকাবিলায় বেনাপোল স্থলবন্দরে খুলনা-কলকাতাগামী বন্ধন এক্সপেস ট্রেনের পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার ভারতের কলকাতা থেকে ৪৯ জন পাসপোর্টযাত্রী নিয়ে ছেড়ে আসা বন্ধন এক্সপেস ট্রেনটি সকাল ১০টার দিকে বেনাপোল রেলওয়ে ষ্টেশনে এসে পৌঁছায়। এরপর সেখানেই পাসপোর্টযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর আগে শুধু কার্গো মালবাহী ট্রেনের ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা করা হতো। বন্ধন এক্সপেস ট্রেনের যাত্রীদের পাশাপাশি স্টাফদেরও একই সময়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।