‘গোলাপ গ্রাম’ হিসেবে খ্যাতি পেয়েছে সাভারের বিরুলিয়া

- আপডেট সময় : ০৩:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
‘গোলাপ গ্রাম’ হিসেবে খ্যাতি পেয়েছে সাভারের বিরুলিয়া।আসছে পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস আর ২১শে ফেব্রুয়ারীকে ঘিরে ব্যস্ত সময় পার করছে এখানকার ফুল চাষীরা।ফুল ব্যবসায়ীরা বলছেন, এ মাসেই কয়েক কোটি টাকার গোলাপ বিক্রি হবে।
সাভারের বিরুলিয়ার তুরাগ তীরে এ গোলাপ গ্রাম।এখান থেকে ঢাকাসহ সারাদেশে গোলাপ সরবরাহ করা হয়ে থাকে। তবে ফেব্রুয়ারী মাস এলেই জমজমাট হয়ে উঠে গোলাপের ব্যবসা। বছরের ৩ মাস গোলাপ উৎপাদন ও বিক্রি নিয়ে ব্যস্ত থাকেন এখানকার গোলাপ চাষীরা।বিভিন্ন রংয়ের গোলাপ ছাড়াও জারবেরা, গ্লাডিওলাস, সূর্যমুখীসহ বিভিন্ন ধরনের ফুলের চাষ করে থাকেন তারা। এবার প্রায় আড়াই কোটি টাকা ব্যবসার আশা করছেন ফুল ব্যবসায়ীরা।
প্রতিদিনই এ সব ফুল দেখতে ভীড় করছেন দর্শনার্থীরা।এদিকে, লাভজনক হওয়ায় প্রতিবছরই ফুল চাষের আবাদী জমির পরিমান বাড়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে বেকার যুবসমাজের কর্মসংস্থানও। পহেলা ফাল্গুন ,ভালোবাসা দিবস,আর ২১শে ফেব্রুয়ারীর মত শুধু বিশেষ দিবসেই নয়, অন্যান্য দিনগুলোতেও ফুল, মানুষের জীবনের অনুসঙ্গ হয়ে উঠবে- এমনটাই প্রত্যাশা ফুল ব্যবসায়ীদের।