সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে ৫ ও রাঙ্গামাটিতে ১ জন নিহত
- আপডেট সময় : ০২:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও নসিমনের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
সকাল সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, একটি ইঞ্জিনচালিত নসিমনে করে ১৫ জন নির্মাণ শ্রমিক কাশিয়ানী যাওয়ার পথে পোনা বাসস্ট্যান্ড এলাকায় লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠছিলো। এ সময় খুলনা থেকে ছেড়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষে সেখানেই শ্রমিক মিজান ও সুজন নিহত হয়। এ সময় আহত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় বদিউজ্জামান, সিরাজুল ও লায়েক ফকির। অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙামাটির সাপছড়ি এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে একটি পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৭ জন। সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে। পিকনিকের বাসটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে রাঙামাটি যাচ্ছিলো। সাপছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।