করোনা ভাইরাসে মৃতের তালিকায় নতুন যুক্ত হয়েছে ১২১ জন
- আপডেট সময় : ০২:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৮ জনে। মৃতের তালিকায় নতুন যুক্ত হয়েছে ১২১ জন।
হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও চার হাজার ৮২৩ জন। শুধু হুবেইতেই আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৯৮৬ জনে। ভাইরাসটি যেন ছড়িয়ে না যায়, সে জন্য চীন হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই অঞ্চলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে চীনসহ সারাবিশ্বের। এদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন যে পরিমাণ আক্রান্তের খবর আসছে, তাতে আক্রান্তের আসল খবর জানা যাচ্ছে না। কারণ ভাইরাসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, শুধু তাদের হিসাব পরিসংখ্যানে ধরা হচ্ছে। চীনের সব প্রদেশসহ বিশ্বের ২৮ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ৫২৪ জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট তিনজন মারা গেছেন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপান। এদিকে, হঠাৎ করে চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে গেলেও বিশ্বজুড়ে এর প্রাদুর্ভাব অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম জাপানে আটকা পড়া প্রমোদতরী ক্রুজ শিপ ডায়মন্ড প্রিন্সেস। সেখানে এখন পর্যন্ত ১৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে।