শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে দেশের প্রথম বিসিক শিল্পনগরী

- আপডেট সময় : ০৩:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গড়ে উঠেছে উপজেলা পর্যায়ে দেশের প্রথম বিসিক শিল্পনগরী।পরিবেশবাদিরা বলছেন, আবাসিক এলাকা, হাওর ও চা বাগানের কাছে শিল্পনগরী স্থাপনে নিয়ম অনুসরণ না করলে পরিবেশ হুমকির মুখে পড়বে। আর কর্তৃপক্ষ বলছে, শিল্পনগরীতে বর্জ্য সংরক্ষণে নিজস্ব ড্যাম্পিং ব্যবস্থা রাখা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ২০ একর জমির উপর প্রতিষ্ঠিত বিসিক শিল্পনগরীর অনুমোদন পায় ২০১২ সালের জুলাই মাসে । আর জমি অধিগ্রহণ করা হয় ২০১৫ সালে। অধিগ্রহণকৃত জমিতে ইতোমধ্যে সীমানা প্রাচীর ও অফিস ভবনসহ বিভিন্ন স্থাপনার কাজ শেষ হয়েছে।এখানে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য রাখা হয়েছে ২২২টি প্লট। চায়ের রাজধানী খ্যাত এ অঞ্চলে শিল্পনগরী স্থাপিত হওয়ায় খুশি এলাকাবাসী।
শিল্পনগরীতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকিতে পড়বে বলে জানান এ পরিবেশবিদ। তবে শ্রীমঙ্গল বিসিকে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশকে গুরুত্ব দিয়ে সব কিছু করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। বিসিক শিল্পনগরী স্থাপনে ব্যবসার নতুন দুয়ার উন্মোচিত হবে মনে করেন এলাকাবাসী।