ব্রোকলী উৎপাদনে মডেল বরিশাল নগরীর কৃষক লিটু সরদার
- আপডেট সময় : ০৩:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
লাভজনক হওয়ায় দেশের বিভিন্ন জেলায় বাড়ছে ব্রোকলী চাষ। ইউরোপিয়ান লিভিয়া জাতের বিদেশী এই সবজী চাষে সাতক্ষীরায় সফলতা পেয়েছেন চাষীরা। আর ব্রোকলী উৎপাদনে মডেল বনে গেছেন বরিশাল নগরীর কৃষক লিটু সরদার।
আবহাওয়া অনুকূলে থাকায় বিদেশী জাতের শীতকালিন সবজি ব্রোকলী চাষ করে ইতিমধ্যে লাভবান হতে শুরু করেছে সাতক্ষীরা সদর, তালা ও কলারোয়ার চাষীরা। বরিশালের কৃষক লিটুর নতুন ফসল ব্রোকলী উৎপাদনের গল্পটা কিছুটা ভিন্ন। ব্রোকলী উৎপাদনে ব্যর্থ হয়ে এক ব্যক্তি তাকে তিন শতাধিক চারাগাছ সরবরাহ করেন। এরপর সেই চারাগাছ পতিত জমিতে লাগিয়ে শুরু করেন পরিচর্যা। বিদেশের মাটিতে যে সব ফসল উৎপাদন হচ্ছে তা দেশের মাটিতেও উৎপাদন সম্ভব বললেন সফল চাষী লিটু সরদার। নতুন ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তুলতে উদ্যোগ নেয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। লিটুর দেড় একর জমিতে চাষাবাদ করা হয়েছে বারোমাসি কাটিমোন আম, মাল্টা, ক্যাপসিকাম ও সাম্মাম।