নাইজেরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে ‘লাসসা’ জ্বর
- আপডেট সময় : ০৩:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নাইজেরিয়ায় দ্রুত আকারে ছড়িয়ে পড়ছে ‘লাসসা’ জ্বর। এরইমধ্যে এ বছর ইঁদুর থেকে ছড়িয়ে পড়া এই জ্বরে মৃত্যু হয়েছে ৭০ জনের।
দেশটির দ্য ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল জানিয়েছে, নাইজেরিয়ার তিনটি প্রদেশে লাসসা জ্বর ভয়াবহ আকারে ধারণ করেছে। বৃহস্পতিবার তিন প্রদেশে এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৪৭২ জন। চিকিৎসকরা বলেছেন, খাবার, মলমূত্র ও গৃহস্থালির জিনিসপত্রের মাধ্যমে মানুষের শরীরে ‘লাসসা’ জ্বর ছড়ায়। তবে ৮০ শতাংশ ক্ষেত্রে এই জ্বর প্রাণঘাতী নয়। ১৯৬৯ সালে উত্তর নাইজেরিয়ার লাসা শহরে প্রথম এই জ্বরের রোগী শনাক্ত করা হয় বলে এ রোগের নাম দেয়া হয়েছে লাসসা জ্বর। ইবোলা ও মারবার্গ ভাইরাসের গোত্রভুক্ত লাসসা জ্বর। তবে এর ভয়াবহতা কম। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ি, প্রতিবছর আফ্রিকা মহাদেশে এই জ্বরে আক্রান্ত হন ১ থেকে ৩ লাখ মানুষ। আর মারা যান প্রায় ৫ হাজার মানুষ।