বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি

- আপডেট সময় : ১০:২৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আশকোনা হাজী ক্যাম্পে থাকা চীন ফেরত বাংলাদেশীদের আজ ছাড়পত্র দেয়া হবে। এমন তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি। আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন ডা. ফ্লোরা।
দেশে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে মহাখালীর রোগতত্ত্ব ইনস্টিটিউট- আইইডিসিআর’র কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। পরিচালক জানান, করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশের আতঙ্কের কিছু নেই। এখন পর্যন্ত সন্দেহজনক ৬৫ জনের নমুনা পরীক্ষায় কারো শরীরে সংক্রমন ধরা পড়েনি।
রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে থাকা চীন ফেরত বাংলাদেশিরা শনিবার বাড়ি ফিরতে পারবেন বলে জানান তিনি। সিঙ্গাপুরে চার বাংলাদেশী নাগরিক করোনা আক্রান্ত হয়েছে। বাকী ৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।