১৩৮জন যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় আরো এক নারীর মৃতদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে ১৩৮জন যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় আরো এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
শুক্রবার সন্ধ্যার পর সেন্টমার্টিন উপকূলে মৃতদেহটি পাওয়া যায়। সেন্টমার্টিনে দায়িত্বরত নৌবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জায়েদ হোসেন জানান, উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় সেন্টমার্টিন সমুদ্র উপকূল থেকে অজ্ঞাত এই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। গেলো ১২ ফেব্রুয়ারি সকালে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন থেকে ৪ নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলার সাগরে ডুবে যায়। পরে খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। সেদিন ১৫টি মরদেহ ও ৭৩জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন তারা।