মামলা সংক্রান্ত জটিলতায় ৯ বছরেও গোসাইরহাট পৌরসভার নির্বাচন হয়নি

- আপডেট সময় : ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মামলা সংক্রান্ত জটিলতায় ৯ বছরেও শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার নির্বাচন হয়নি। ফলে কোন উন্নয়ন হচ্ছে না পৌরসভাটিতে। পাশাপাশি নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে পৌরবাসী। দীর্ঘদিন ধরে পৌরসভার কার্যক্রম চলছে প্রশাসক দিয়ে।
২০১১ সালে স্থানীয় সরকার মন্ত্রনালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের কিয়দাংশ নিয়ে গোসাইরহাট পৌরসভা ঘোষণা করা হয়। পৌরসভা ঘোষনার পর পরই এম এম অলী আহাম্মদ ও জাকির হোসেন দুলালসহ ৪ জন বাদী হয়ে আদালতে মামলা ঠুকে দেয়। পরবর্তীতে পৌরসভা ঘোষণা স্থগিত হয়ে যায়। আদালতের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্ট আপিল বিভাগে লিপ টু আপিল করেন ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারীসহ ইউপি সদস্য ইউনুছ ঢালি। মামলা সংক্রান্ত জটিলতার কারনে একের পর এক প্রশাসক নিয়োগের মাধ্যমে ঢিলেঢালা ভাবে চলছে পৌরসভার কার্যক্রম। ফলে বাধাগ্রস্থ হচ্ছে উন্নয়ন কার্যক্রম। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসি।
উচ্চ আদালতে পক্ষ-বিপক্ষ মামলা থাকার কারণে ইদিলপুর ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচন হচ্ছে না। জরুরী ভিত্তিতে মামলা সংক্রান্ত জটিলতা সুরাহা হবে, সেই সঙ্গে এলাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।