কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।
শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। এ নিয়ে চারবার পাকিস্তানের পার্লামেন্টে ভাষণ দিলেন তুর্কি প্রেসিডেন্ট। ভাষণে এরদোয়ান বলেন, পাকিস্তানকে তিনি নিজ দেশের মতোই মনে করেন। তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, কয়েকশ বছর আগে তুরস্কের কানাকালেতে যে ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছিল একই ধরনের ঘটনা ঘটছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। এর বিরুদ্ধে আঙ্কারা সব সময় প্রতিবাদ করে যাবে। এদিকে, কাশ্মীর ইস্যুতে করা তুরস্কের প্রেসিডেন্টের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দিল্লির অভ্যন্তরীণ বিষয়ে তুর্কিকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার।