ঝিনাইদহে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রকারভেদে মোটা ও সরু চাল কেজিপ্রতি ২ টাকা থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।
এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শহরের তহ বাজার, পুরাতন হাটখোলা ও নতুন হাটখোলাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি চিকন চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৫২ টাকা। এছাড়াও মিনিকেট চাল কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা ও মোটা চাল কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। এ নিয়ে গত ৪ মাসে চালের দাম ৩ দফা বাড়লো। ক্রেতাদের অভিযোগ, মিল মালিকদের কারসাজিতে ৩ দফায় প্রতিকেজি চাল ৮ থেকে ১০ টাকা বেড়েছে। এদিকে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে দাবি করেছেন জেলা মার্কেটিং অফিসার।