চীনে নতুন ৯৮ জনসহ করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৭৩ জনে
- আপডেট সময় : ০১:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
চীনে নতুন ৯৮ জনসহ করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৭৩ জনে দাঁড়িয়েছে। তবে জানুয়ারির পর থেকে সোমবারই প্রথম আক্রান্তের সংখ্যা নেমে এসেছে দুই হাজারের নিচে।
দেশটির মূল ভূখণ্ডে রোববার আরও ১ হাজার ৮৮৬ জনের শরীরে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন নতুন রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৪৮ জন। সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৪৩৬ জনে। আর অন্তত ২৮টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার চীনে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে নতুন এ করোনা ভাইরাসে। এর মধ্যে হুবেই প্রদেশেই মারা গেছে ৯৩ জন। এতে চীনের মূল ভূখণ্ডে নতুন করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ১ হাজার ৮৬৮ জনে। চীনের মূল ভূখণ্ডের বাইরে নভেল করোনা ভাইরাসে এ পর্যন্ত তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপিন্স ও জাপানে পাঁচজনের প্রাণ গেছে। সব মিলিয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে ১৮৭৩ জনে। এদিকে, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, নভেল করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত প্রায় ১১ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।