চীন বা সিঙ্গাপুর থেকে ফেরাদের নাম-ঠিকানা প্রকাশ না করার অনুরোধ
- আপডেট সময় : ০৬:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চীন বা সিঙ্গাপুর থেকে ফেরাদের নাম-ঠিকানা প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দুপুরে ইনস্টিটিউট মিলনায়তনে, সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি। করোনা ভাইরাস সংক্রান্ত কোনো পরীক্ষা আইইডিসিআরের বাইরে হবে না বলেও জানান তিনি। করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন ডা. ফ্লোরা।
দেশে করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি জানাতে মহাখালীর রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন।পরিচালক জানান, চীন বা সিঙ্গাপুর ফেরত যাত্রী হলেই করোনা ভাইরাসে আক্রান্ত হবেন, এমনটি সঠিক নয়। এরই মধ্যে শুধু চীন থেকে ফেরা ৭২ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো করোনা ভাইরাসের আলামত পাওয়া যায়নি।
বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি। করোনা ভাইরাস সংক্রান্ত কোনো পরীক্ষা আইইডিসিআরের বাইরে হবে না বলেও জানান আইইডিসিআর পরিচালক।করোনা নিয়ে দেশে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।