রুটিন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা।
বেলা ১২টায় কলেজের জিরো পয়েন্ট থেকে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে বের হওয়া বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিন শেষে কলেজের সামনের সড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।শিক্ষার্থীরা জানায়, স্নাতক সন্মান চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারী শুরু হওয়ার কথা রয়েছে। এই রুটিনে ঐতিহাসিক ৭ই মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে রুটিন প্রণয়ন করেছে সে অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষা দেয়া সম্ভব নয়।