বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশে ওষুধ প্রস্তুত আছে: ড. ফ্লোরা

- আপডেট সময় : ০৪:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে যেহেতু এখন পর্যন্ত কোনো রোগী আক্রান্ত হয়নি, তাই ওষুধ নিয়ে ভাবা হচ্ছে না। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশে ওষুধ প্রস্তুত আছে বলে জানিয়েছেন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
দুপুরে, ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি আরো জানান, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মোট ৭৫ হাজার ২০৪ জন। গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭২ জন নতুন আক্রান্ত। এর মধ্যে চীনে ১ হাজার ৭৫২ জন। আর মারা গেছে ১৩৬ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৬ জন। সিঙ্গাপুরে আক্রান্ত ৫ বাংলাদেশীর অবস্থা অপরিবর্তিত রয়েছে। এরমধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি আইসিইউতে আছেন। এছাড়া, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায় নি। তবে এই ভাইরাস সনাক্তে চীন থেকে ৫০০ কীট এরইমধ্যে দেশে এসে পৌঁছেছে।