জার্মানিতে বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ের দুটি বারে বন্দুকধারীর হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে।
বিবিসি জানায়, বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে পরপর দুই জায়গায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম গুলির ঘটনাটি হয় শহরের কেন্দ্রস্থলের একটি বারে। আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছে হানাউয়ের ক্যাসুস্টাট এলাকার আরেকটি বারে। পরে সন্দেহভাজন হামলাকারীকে নিজ বাসায় মৃত অবস্থায় পেয়েছে পুলিশ। সেখানে তার মরদেহের পাশাপাশি আরেকটি মরদেহও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কোনও ধারণা পায়নি পুলিশ। এরইমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।