কুষ্টিয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় দ্বিতীয় দফায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগে জিকে প্রধান সেচ খালের উপর অবৈধ দখলমুক্ত করতে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান করা হয়। সকাল ১০টায় ভেড়ামারা উপজেলার চন্ডিপুর এলাকায় খালে ৪ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় চলা এই উচ্ছেদ অভিযানে ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসাব্বির হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তারা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালসহ শাখা খালগুলির উপর অবৈধ স্থাপনা নির্মাণ করায় সেচ সরবরাহ ব্যাহত হওয়ায় এ অভিযান চালানো হয়েছে।