ধীরগতিতে চলছে পদ্মার বাঁধ নির্মাণ কাজ

- আপডেট সময় : ০২:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পদ্মার ভাঙন রোধে রাজবাড়ীতে ধীরগতিতে চলছে বাঁধ নির্মাণ কাজ। একারণে আগামী বর্ষার আগে শেষ হওয়া নিয়ে বেড়েছে সংশয়। তাই কাজের গতি বাড়িয়ে বর্ষা মৌসুমের আগেই শেষ করার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। তারা বলছেন, এখনই উদ্যোগ নেয়া না হলে আবারও ভাঙনের কবলে পড়বে নদী তীরবর্তী ঘর-বাড়ি এবং ফসলি জমিসহ বহু স্থাপনা।
বিগত দুই দশক ধরে রাজবাড়ীর ৪ উপজেলায় চলছে নদী ভাঙন। প্রতিবছর ভাঙনে নিঃস্ব হচ্ছে কয়েকশো পরিবার। তবে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা হিসেবে যে কাজ চলছে, এতে খুশি হতে পারছে না এলাকাবাসী। তারা বলছেন, বর্ষা মৌসুমের আগেই শহর রক্ষা বাঁধের কাজ সম্পন্ন না হলে হুমকির মুখে পড়তে হবে।
কাজের ধীর গতি উদ্বেগ-উৎকণ্ঠায় ফেলেছে নদীপাড়ের মানুষের। তাই বর্ষার আগে যে কোনো মূল্যে বাঁধের কাজ শেষ করার দাবি তুলেছেন তারা। পানি উন্নয়ন বোর্ড বলছে, সাড়ে ৪ কিলোমিটারের মধ্যে ১ কিলোমিটার গাইড ওয়াল সম্পন্ন হয়েছে। এছাড়া সাড়ে ৮ কিলোমিটারের মধ্যে ড্রেজিং হয়েছে ৪ কিলোমিটার। তবে পুরো কাজ শেষ হবে আগামী জুন মাসের মধ্যে। নদী ভাঙনে রাজবাড়ী হারিয়েছে অনেক কিছু। তাই ভাঙন রোধে সরকারি উদ্যোগের দ্রুত বাস্তবায়ন চান স্থানীয়রা।